যাদু দিয়ে যাদু বা কুফরী দিয়ে কুফরী কাটানো যায় না।
যেমনি ভাবে প্রস্রাব দিয়ে প্রস্রাব পরিষ্কার করা পসিবল না। বরং অপরিচ্ছন্নতা ও অপবিত্রতাই বৃদ্ধি পাবে। তেমনিভাবে এক কুফরী ও যাদু কাটাতে আরেক কুফরী ও যাদু করলে শুধু কুফরি ও যাদু বৃদ্ধিই পাবে ।
বরং প্রস্রাব পরিষ্কার ও পবিত্র করতে যেমন পানি দরকার, তেমনিভাবে কুফরী ও যাদু নষ্ট করতে হালাল ও পবিত্র কোনো কাজ দরকার।
মহান আল্লাহ বলেন,
إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ
নিশ্চয় সৎকাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। (সূরাঃ হুদ, আয়াতঃ ১১৪)
ইমাম ইবনে কাসীর রহ. সূরা বাকারার ২৬৯ আয়াতের তাফসীরে লিখেন,
"আল্লাহ তাআলা মন্দকে মন্দের দ্বারা দূর করেন না বরং মন্দকে ভাল দ্বারা দূর করেন! অপবিত্র জিনিস অপবিত্র জিনিস দ্বারা বিদূরিত হয় না। "
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.