আপনার যেকোন অসুস্থতা,প্রয়োজন,অভাবের কথা মানুষের কাছে না বলে সবার আগে আল্লাহকে বলুন।

  



আপনার যেকোন অসুস্থতা,প্রয়োজন,অভাবের কথা মানুষের কাছে না বলে সবার আগে আল্লাহকে বলুন।


অন্য কারো মুখাপেক্ষী হওয়ার আগে আল্লাহর মুখাপেক্ষী হোন।


রাসূলুল্লাহ ﷺ বলেন,❝যে ব্যক্তি কষ্টে পতিত হয় এবং মানুষের কাছে অভিযোগ করে, তার প্রয়োজন কখনোই পূরণ হবে না। যে ব্যক্তি কোন অসুবিধায় পতিত হয় এবং আল্লাহর কাছে অভিযোগ করে,আল্লাহ্ ﷻ আগে কিংবা পরে তার প্রয়োজন পূরণ করে দিবেন।❞ [সুনানে তিরমিযি]"


তার অর্থ আবার এই নয় যে আপনি অসুস্থ হলে বা প্যারানরমাল সমস্যায় আক্রান্ত হলে ডাক্তার বা রাকীর দ্বারস্থ না হয়ে সমস্যাগুলো নিজের মধ্যে জিইয়ে রাখবেন।


যারতার কাছে সমস্যার কথা উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে ডাক্তার বা রাকীর দ্বারস্থ হ‌ওয়া তাক‌ওয়া তাওয়াক্কুলের পরিপন্থী নয়।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger]

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget