সংশয় নিরসন। "জিন রক্তের সাথে মিশে গেছে।"

 



 "জিন রক্তের সাথে মিশে গেছে।"

আমাদের কাছে আগত বহু পেশেন্টের মুখ থেকে আমরা এই কথাটি মাঝে মাঝেই শুনি।

উপরোক্ত কথাটির দুটি অর্থ হতে পারে।একটা অর্থ হলো , মাছ যেভাবে পানির সাথে মিশে থাকে ,জিন সেভাবে রক্তের সাথে মিশে গেছে, এই অর্থে বললে ঠিক আছে । আরেকটা অর্থ হলো, দুধ যেভাবে পানির সাথে মিশে যায়, সেভাবে মিশে গেছে,এই অর্থে বললে বিষয়টা একেবারেই ভুল।আর আমাদের দেশের অনেক মানুষ এই ভুল অর্থতেই বলে। এই বিশ্বাস মনে থাকাটা সুস্থতার জন্য অন্তরায় ।

কারণ বাস্তবে জিন কখনো মানুষের রক্তের সাথে দুধ পানির মতো মিশে একাকার হতে পারবে না। জিন তার আলাদা দেহ নিয়ে মানুষের শরীরে অবস্থান করে ও রক্তনালী দিয়ে ঘুরে বেড়ায়। যেভাবে মাছ পানিতে তার আলাদা শরীর নিয়ে ঘুরে বেড়ায়।

জিন মানুষের পুরো শরীরের রক্তনালীগুলোতে চলতে পারে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ ‏

মানুষের শরীরের রক্তধারায় শয়তান চলাফেরা করে। বুখারী , হাদিস নং ১৯১১

আর এভাবে জিন তার সৃষ্ট সমস্যা গুলো রক্তের মধ্যে ছড়িয়ে দেয়।দেহে নানান রকম রোগব্যাধি সৃষ্টি করে।

তাহলে এই ভুল অর্থটা এ দেশে কারা ছড়িয়েছে?

এ দেশের মূর্খ কবিরাজ ও যাদুকররা অজ্ঞতা স্বরূপ উপরোক্ত ভুল কথা সমাজে ছড়িয়েছে।

তারা এই কথা ছড়িয়েছে অজ্ঞতা স্বরূপ অথবা মানুষকে ভয় পাইয়ে দেয়ার জন্য, অথবা তারা যখন কোন রোগীকে সুস্থ করতে অক্ষম তখন সেই অক্ষমতাকে ঢাকার জন্য হয়তো উপরের ভুল কথাটাকে ঢাল হিসেবে ব্যবহার করে।







লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

MKRdezign

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget